Getting Data Closer to People

২০.০৩.১৮: সারাদেশে বাতাসের মানের অবনতি


সিলেট, নারায়ণগঞ্জ, খুলনা, চট্টগ্রাম, বরিশাল।  পাঁচ জেলার বাতসের মানের অবনতি হয়েছে মঙ্গলবার।

প্রথম চার জেলার বাতাসের দূষণ সোমবার ছিল ‘সতর্কতা পর্যায়ে। মঙ্গলবার তা অবনতি হয়ে পৌঁছায় ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে।

অন্যদিকে বরিশালের বাতাসে সোমবার দূষণ ছিল ‘সহনীয়’ মাত্রায় যা মঙ্গলবার পৌঁছায় ‘সতর্কতা’ পর্যায়ে।

এদিন শুধু গাজীপুরের বাতাসের দূষণ কম ছিল আগের দিনের চেয়ে। সোমবার গাজীপুরের বাতাস ছিল ‘অস্বাস্থ্যকর’।

রাজধানী ঢাকার বাতাস আগের মতোই ‘চরম অস্বাস্থ্যকর’ পর্যায়ে ছিল মঙ্গলবারও।

Leave a comment