Getting Data Closer to People

সিলেটে পুরুষের বিয়ের বয়স বেড়েছে

ডেটার উৎস: এসভিআরএস ২০১৬, ২০১৭ / বিবিএস

দেশে সাত বিভাগের তিনটিতে পুরুষের বিয়ের গড় বয়স ২০১৬ সালের তুলনায় কিছুটা বেড়েছে।

২০১৭ সালে বাংলাদেশে সবচেয়ে বেশি বয়সে বিয়ে করেছেন সিলেট বিভাগের পুরুষেরা। এই বিভাগে গতবছর বিয়ের গড় বয়স ছিল ২৭ বছর, যা ২০১৬ সালে ছিল সাড়ে ২৬ বছরের কিছুটা বেশি।

অন্য যে দুই বিভাগে পুরুষের বিয়ের গড় বয়স বেড়েছে সেগুলি হলো- বরিশাল ও খুলনা।

তিন বিভাগে পুরুষের বিয়ের গড় বয়স কিছুটা কমে গেছে। ঢাকা বিভাগে পুরষের বিয়ের গড় বয়সে কোনো পরিবর্তন আসেনি।

ডেটার উৎস: এসভিআরএস ২০১৬, ২০১৭ / বিবিএস

ধর্মীয় সম্প্রদায় ভেদেও বিয়ের গড় বয়সে পরিবর্তন দেখা গেছে।

হিন্দু পুরুষদের বিয়ের গড় বয়স ২০১৬ সালের তুলনায় কয়েক মাস বেড়েছে।

তবে সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা অর্থাৎ মুসলিম পুরুষদের বিয়ের গড় বয়স ২০১৭ সালে আগের বছরের তুলনায় কিছুটা কমেছে।

হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের পুরুষদের বিয়ের গড় বয়সের পার্থক্য দাঁড়িয়েছে তিন বছর।

এসভিআরএস ২০১৭ প্রকাশিত হয় চলতি বছরের মে মাসে

Leave a comment