Getting Data Closer to People

বাংলাদেশ থেকে ‘দক্ষ’ প্রবাসী কর্মী বাড়ছে

সূত্র: জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো / বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ থেকে বিদেশ যাওয়া কর্মীদের মধ্যে ‘দক্ষ’ কর্মীর সংখ্যা ক্রমশ বাড়ছে।

সূত্র: জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো / বাংলাদেশ ব্যাংক

গতবছর নানা দেশে কাজ করতে যাওয়া কর্মীদের ৪৩ শতাংশই ছিল ‘দক্ষ’।

ওই সময়ে বিদেশ যাওয়া কর্মীদের ৩৯ দশমিক ৮৪ শতাংশ ছিল ‘আংশিক দক্ষ’।

গত বছর প্রবাসে যাওয়া কর্মীদের ১৫ শতাংশ ছিল ‘অদক্ষ’।

এছাড়া প্রবাসী হওয়া কর্মীদের আরো দুটি শ্রেণিতে ভাগ করা হয়, পেশাদার ও অন্যান্য।

এই দুই শ্রেণির কর্মীর হার সচরাচর যথ্রকামে এক শতাংশ ও তিন শতাংশের নিচে হয়ে থাকে।

Leave a comment